। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৫ জুন।
আজ থেকে কলকাতায় শুরু হয়েছে ISKCON-এর রথযাত্রা উৎসব সাপ্তাহিক আয়োজন, যা শহরজুড়ে উৎসবের আবহ তৈরি করেছে। ধর্মীয় উত্সবের মহাসমারোহে সেজে উঠেছে কলকাতা, বিশেষত ইস্কন মন্দির সংলগ্ন অঞ্চলগুলো। প্রতিদিনই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও ভক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে ভক্তরা একত্রিত হচ্ছেন রথযাত্রাকে কেন্দ্র করে।এই উৎসবের মূল আকর্ষণ — ২৭ জুনের রথযাত্রা দিন। ওই দিন বিশাল জনসমাগম, রথ টানা, সংকীর্তন এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হবে মূল রথযাত্রা। এর আগ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, ভক্তি সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সাধক ও সাধারণ মানুষ মিলেমিশে পালন করছেন উৎসবের প্রতিটি মুহূর্ত।
রথযাত্রা কেবল ধর্মীয় অনুভূতিরই বহিঃপ্রকাশ নয়, এটি বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ISKCON-এর এই রথযাত্রা এবারেও সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।