। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৫ জুন।
৪১ বছর পর, এক ঐতিহাসিক মুহূর্তে দ্বিতীয় বাঙালি হিসেবে মহাকাশে পাড়ি জমালেন শুভ্রাংশু শুক্লা। তিনি SpaceX-এর ড্রাগন মহাকাশযান চড়ে সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এর উদ্দেশে যাত্রা করেন। এই অভিযান শুধু ভারতীয়দেরই নয়, বিশেষ করে বাংলার মানুষের কাছে এক গভীর আবেগ ও গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মহাকাশে যাত্রার আগে, শুভ্রাংশু স্ত্রীর উদ্দেশ্যে এক আবেগঘন চিঠি লেখেন, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষকে আবেগে ভাসায়। সেই চিঠিতে ছিল ভালোবাসা, দায়িত্ববোধ এবং এক মহাজাগতিক অভিযানে যাওয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা—যা অনেকের চোখে জল এনেছে।
এই ঐতিহাসিক মিশনের মাধ্যমে শুভ্রাংশু শুক্লা ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এক উজ্জ্বল নাম হয়ে উঠেছেন। তাঁর সাহস, নিষ্ঠা এবং বৈজ্ঞানিক মানসিকতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।