। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২৪ জুন।
ইরান ও ইজরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে ভারত সরকার “অপারেশন সিন্ধু” নামক এক বিশেষ উদ্ধার অভিযান শুরু করেছে। এই অভিযান ১৮ জুন ২০২৫ তারিখে শুরু হয় এবং এর লক্ষ্য ছিল যুদ্ধপ্রবণ অঞ্চলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা। এই উদ্যোগের অধীনে এখন পর্যন্ত মোট ২,০০৩ জন ভারতীয় নাগরিককে ইরান ও ইজরায়েল থেকে সফলভাবে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালিত হয়, যেখানে বিশেষ কার্গো বিমান, সামরিক হেলিকপ্টার এবং দূতাবাসের সহযোগিতায় দ্রুত ও নিরাপদ অপারেশন চালানো হয়। এই পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক সজাগতা ও নাগরিক সুরক্ষার প্রতিশ্রুতিকে প্রমাণ করেছে।এই অভিযান শুধু ভারতীয়দের নিরাপত্তা নয়, বরং বিশ্বের দরবারে ভারতের সুনির্দিষ্ট ও মানবিক প্রতিক্রিয়ারও এক বাস্তব উদাহরণ।