। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২২ জুন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে ভারত তার অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ নয়, বরং শান্তিপূর্ণ আলোচনার পথেই সমাধান খোঁজা উচিত।
ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ূষ গয়াল এক বিবৃতিতে বলেন, “ভারতের অবস্থান সর্বদা শান্তি ও সংলাপের পক্ষে। বিশ্বের যেকোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিরসনের জন্য যুদ্ধ নয়, বরং কূটনীতিক চ্যানেলগুলোর যথাযথ ব্যবহারই হওয়া উচিত।” তিনি আরও বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত জটিল। অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু সংকট এবং নিরাপত্তা—এই তিনটি ক্ষেত্রেই বিশ্বকে একযোগে কাজ করতে হবে। যুদ্ধ বা সামরিক হস্তক্ষেপ এই পথকে আরও কঠিন করে তোলে।”
ভারত সরকারের মতে, ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের উচিত আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করা এবং মধ্যপ্রাচ্য তথা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। ভারতের এই অবস্থান তার ঐতিহ্যবাহী শান্তিবাদী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন।
বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্য ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশলেরই অংশ। কারণ, ইরান ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার, এবং যুক্তরাষ্ট্র ভারতের কৌশলগত সহযোগী।
এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হয়ে উঠল, বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা এখন শুধুই এক দর্শকের নয়—বরং একটি শান্তিপূর্ণ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি সম্বলিত নীতিনির্ধারক শক্তির।