বিশ্বরেকর্ড বিশাখাপত্তনমে

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২১ জুন।

আজ ২১ জুন, ২০২৫, আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনম শহরে তৈরি হল এক নতুন ইতিহাস। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এই শহরে ৩.০২ লক্ষ মানুষ একসাথে যোগাভ্যাসে অংশ নিয়ে গড়ে তুলেছেন এক অনন্য বিশ্বরেকর্ড।এই বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশাখাপত্তনমের সমুদ্রতটে, যা প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ একটানা উপকূলরেখা জুড়ে বিস্তৃত ছিল। ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ যোগচর্চায় অংশগ্রহণ করেন—যার মধ্যে ছিলেন ছাত্রছাত্রী, সেনা জওয়ান, সরকারি কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, বৃদ্ধ ও কিশোর পর্যন্ত।এই ঐতিহাসিক মুহূর্তের নেতৃত্ব দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। তাঁর উপস্থিতি ও নেতৃত্ব এই আয়োজনকে আন্তর্জাতিক স্তরে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি বলেন, “যোগ শুধুমাত্র শরীর নয়, মন এবং আত্মার শুদ্ধি ঘটায়। ভারতের প্রাচীন সংস্কৃতির এই উপহার এখন সারা বিশ্ব গ্রহণ করছে এবং ভালোবাসছে।”বিশাখাপত্তনম পুলিশ প্রশাসন, সশস্ত্র বাহিনী, এবং স্বেচ্ছাসেবী সংগঠন মিলে একটি সুচারু নিরাপত্তা ও সহায়তা বলয় গঠন করে এই বিশাল জনসমাবেশকে সফল করে তোলে। পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হয় রাষ্ট্রীয় টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে, যেখানে কোটি মানুষ ভার্চুয়ালি অংশ নেন।এই বিশ্বরেকর্ড ভারতকে আবারও প্রমাণ করিয়ে দিল—যোগ তার দেশীয় শিকড় থেকে উঠে এসে আজ একটি আন্তর্জাতিক শান্তির বার্তা। এই ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে ভারত বিশ্ববাসীর সামনে তার সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক নেতৃত্বকে নতুনভাবে তুলে ধরল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *