ভারতীয় রেলের নতুন নিয়ম

। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২১ জুন।

ভারতীয় রেলওয়ে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত করতে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো ট্রেনের মোট আসনের ২৫ শতাংশের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না। এই নিয়মের ফলে ওয়েটিং তালিকাভুক্ত যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং যাত্রীদের দীর্ঘ অনিশ্চয়তা ও ভোগান্তিও কমে আসবে।

আগে বহুক্ষেত্রে দেখা যেত, একজন যাত্রী বহুদিন আগেই টিকিট কাটার পরেও কনফার্মেশন পেতেন না এবং শেষপর্যন্ত যাত্রা বাতিল করতে হতো। এই নতুন সীমা সেই সমস্যা অনেকটাই লাঘব করবে। ভারতীয় রেল মনে করছে, এতে ট্রেন চলাচল আরও নিয়মতান্ত্রিক ও যাত্রীবান্ধব হবে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই নিয়ম এক্সপ্রেস, সুপারফাস্ট সহ সমস্ত রিজার্ভ ট্রেনের ক্ষেত্রেই কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *