। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ২০ জুন।
ত্রিপুরা রাজ্য সরকার চা বাগান শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, চা শিল্পে নিযুক্ত প্রাপ্তবয়স্ক শ্রমিকদের দৈনিক মজুরি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। একইসঙ্গে কিশোর শ্রমিকদের দৈনিক মজুরি ৮৮ টাকা থেকে বাড়িয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং রাজ্যের সমস্ত চা বাগানে তা প্রযোজ্য হবে।শ্রমমন্ত্রী বলেন, রাজ্য সরকার শ্রমজীবী মানুষের অধিকার এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে চা শিল্পে কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এই সিদ্ধান্ত সেই দাবিকে মর্যাদা দিয়েছে।এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তাদের আশা, আগামী দিনে শুধু মজুরি নয়, স্বাস্থ্য পরিষেবা, আবাসন এবং অন্যান্য কল্যাণমূলক দিকগুলিও উন্নত করা হবে। চা শিল্প ত্রিপুরার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত, আর এই খাতে যুক্ত শ্রমিকদের জীবনের মানোন্নয়ন সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।