। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৯ জুন।
জাগ্রত স্কিমের অঙ্গ হিসাবে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে গতকাল শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগে এই সভায় শান্তিরবাজার মহকুমার বিদ্যালয় পরিদর্শক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, জেলা শিক্ষা আধিকারিক, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক মনোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষার গুনগত মানোন্নয়নে সবাই মতামত ব্যাক্ত করেন। পঠন, পাঠন ও শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নও আলোচনায় গুরুত্ব পায়। এছাড়াও পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধূলা এবং সংস্কৃতি চর্চার বিষয়টিও সভায় আলোচিত হয়।