। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৯ জুন।
আজ, ১৯ জুন ২০২৫ তারিখে, দেশের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরল এবং পাঞ্জাব—এই চারটি রাজ্যের নির্বাচনী কেন্দ্রগুলিতে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই নির্বাচনগুলির ফলাফল ঘোষণা করা হবে ২৩ জুন।
উপনির্বাচন হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কোথাও বিধায়কের মৃত্যু, আবার কোথাও পদত্যাগের কারণে আসন শূন্য হয়েছে। পশ্চিমবঙ্গের কালীগঞ্জে তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পর নির্বাচন হচ্ছে। কেরলের নিলামবুরে PV আনোয়ার পদত্যাগ করায় এই উপনির্বাচন। পাঞ্জাবের লুধিয়ানা ওয়েস্টে AAP বিধায়কের মৃত্যুতে নির্বাচন হচ্ছে। গুজরাটের বিসাবদর ও কাদি আসনেও বিধায়ক শূন্য হওয়ায় উপনির্বাচন।
দুপুর পর্যন্ত ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। কালীগঞ্জে ভোটারদের অংশগ্রহণ ছিল প্রায় ৪৫ শতাংশ, নিলামবুরে প্রায় ৪৬ শতাংশ, গুজরাটের বিসাবদরে ৩৯ শতাংশ, কাদিতে ৩৪ শতাংশ এবং পাঞ্জাবের লুধিয়ানা ওয়েস্টে প্রায় ৩৩ শতাংশ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞাও জারি হয়েছে।
কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নাসিরুদ্দিন আহমেদের কন্যা, বিজেপি ও কংগ্রেস-সিপিআইএম জোটও শক্তিশালী প্রচার চালিয়েছে। অন্য রাজ্যগুলিতেও প্রতিটি আসনে বড় রাজনৈতিক দলগুলির প্রার্থী লড়াইয়ে নেমেছেন। কেরলের নিলামবুরে এলডিএফ বনাম ইউডিএফ, গুজরাটে আপ বনাম বিজেপি বনাম কংগ্রেস ত্রিমুখী লড়াই চলছে।
এই উপনির্বাচনগুলি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক পাহালগাম জঙ্গি হামলা ও ‘অপারেশন সিন্দুর’-এর পর এটি দেশের প্রথম ভোট। ফলে এই নির্বাচনের ফলাফল ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।