। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৮ জুন।
পুরাতন আগরতলা ব্লক কার্যালয়ের সভাগৃহে গতকাল পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত স্থায়ী কমিটির সভাপতি লিপি দাস। সভায় বিদ্যালয় পরিদর্শক জানান, পুরাতন আগরতলা ব্লকের অধীনে বর্তমানে ৩২টি বিদ্যালয় রয়েছে। এরমধ্যে জুনিয়র বেসিক ১৩টি, সিনিয়র বেসিক ৭টি, উচ্চ বিদ্যালয় ৬টি, উচ্চ মাধ্যমিক ৩টি, মাদ্রাসা ১টি এবং এডিসি প্রশাসন দ্বারা পরিচালিত ২টি বিদ্যালয় রয়েছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন চালু রয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিনিধি জানান, আগামী ২১ জুন জিরানীয়া মহকুমা ভিত্তিক ১১ তম আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি হবে বীরেন্দ্র নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। তাছাড়া বেলবাড়ি, মান্দাই এবং পুরাতন আগরতলা ব্লকেও অনুরূপ অনুষ্ঠান আয়োজিত হবে। সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক জানান, আগামী ৩ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত খার্চি পূজা উপলক্ষে কৃষ্ণমালা ও হাবেলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এতে রাজ্যের সমস্ত জেলা থেকে শিল্পীগণ অংশগ্রহণ করবেন। সভায় স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ, কমিটির সদস্য-সদস্যাগণ এবং ব্লকের বিডিও শান্তনু দত্ত।