। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৮ জুন।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার ফলে তেহরানসহ আশপাশের বড় শহরগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের টার্গেটেড এয়ারস্ট্রাইকের জেরে হাজারে হাজারে সাধারণ মানুষ রাজধানী ত্যাগ করছে। শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক যানজট দেখা গেছে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকজন গ্রামাঞ্চল বা সীমান্তবর্তী অঞ্চলের দিকে ছুটছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রতি “অবিলম্বে আত্মসমর্পণের” আহ্বান জানিয়ে সরাসরি হুমকি দিয়েছেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।