। হাবেলী ডিজিটাল ডেস্ক । আগরতলা । ১৩ জুন।
ধরতি আবা জনভাগিদারি অভিযান উত্তর ত্রিপুরা জেলায় শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে। ৩০ জুন পর্যন্ত চলবে এই অভিযান। আজ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা চাঁদনী চন্দ্রন এক সাংবাদিক বৈঠকে এই সংবাদ জানিয়েছেন। জেলাশাসক বলেন, জনজাতি অংশের মানুষের আর্থ সামাজিক মানোন্নয়নে গৃহিত এই অভিযানে উত্তর ত্রিপুরা জেলার ৩৭টি রেভেনিউ মৌজার অধীনে ৫৮টি ভিলেজ কমিটিতে শিবির করা হবে। ভিলেজগুলিতে ন্যূন্যতম ৫০০ জন নাগরিক এবং তার ৫০ শতাংশের বেশি জনজাতি অংশের হলে সেখানেই এই অভিযানে শিবির করা হবে। শিবিরগুলির মাধ্যমে প্রশাসনের বিভিন্ন সুবিধা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে। ২৫টি বিভিন্ন বিষয়ে মানুষকে পরিষেবা দেওয়া হবে। জেলার একটি জনজাতি পরিবারও যাতে এই অভিযানের সুবিধা গ্রহণ করা থেকে বাদ না যায়। সেই লক্ষ্য রেখেই প্রশাসন শিবিরগুলির আয়োজন করবে। বিভিন্ন সার্টিফিকেট প্রদান, সামাজিক ভাতা সংক্রান্ত বিষয়, গ্রামীণ জীবিকা মিশনের বিভিন্ন সুবিধা, ব্যাঙ্ক ঋণ ইত্যাদি বিভিন্ন পরিষেবা মানুষকে দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলাশাসক জানান, প্রায় ১ লক্ষ জনজাতি এই অভিযান থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন।