। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৫ জুলাই।
গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য মানবাধিকার কমিশন ময়দানে নামলো। কমিশন নিজ উদ্যোগে এই কাজটি হাতে নিয়ে ঘটনা আসল রহস্য উন্মোচন করতে পারেন। এই জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যাদের নেয়া হয়েছে এরা হলেন মানবাধিকার কমিশনের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস সি দাস, প্রাক্তন বিচারপতি উদিত চৌধুরী এবং প্রাক্তন আই পি এস বিমল কান্তি রায়। কমিশন নোটিশ জারি করে বলেছে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দেন ।
কমিশন রাজ্য পুলিশের ডিজি এবং ধলাই জেলা শাসকের কাছে গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনায় প্রশাসনিক আধিকারিকদের দূর্বলতা এবং গাফিলতির কারণ জানবে।
এই ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে সরকার থেকে কি পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে কি ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের এখনও পর্যন্ত কেন গ্ৰেপ্তার করতে পারে নি। বিভিন্ন বিষয়ে তদন্ত করবে কমিশন।
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
।হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১০ জুলাই।এখন পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে ৪৭ স্কুল পড়ুয়া মৃত্যু। স্কুল ছাত্র ছাত্রী…
This website uses cookies.