। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৫ জুলাই।
গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য মানবাধিকার কমিশন ময়দানে নামলো। কমিশন নিজ উদ্যোগে এই কাজটি হাতে নিয়ে ঘটনা আসল রহস্য উন্মোচন করতে পারেন। এই জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যাদের নেয়া হয়েছে এরা হলেন মানবাধিকার কমিশনের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এস সি দাস, প্রাক্তন বিচারপতি উদিত চৌধুরী এবং প্রাক্তন আই পি এস বিমল কান্তি রায়। কমিশন নোটিশ জারি করে বলেছে আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দেন ।
কমিশন রাজ্য পুলিশের ডিজি এবং ধলাই জেলা শাসকের কাছে গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনায় প্রশাসনিক আধিকারিকদের দূর্বলতা এবং গাফিলতির কারণ জানবে।
এই ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে সরকার থেকে কি পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে কি ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের এখনও পর্যন্ত কেন গ্ৰেপ্তার করতে পারে নি। বিভিন্ন বিষয়ে তদন্ত করবে কমিশন।