শুরু চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব: রয়েছে বিশেষ ট্রেন

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।
আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও মেলা শুরু হয়েছে।
খয়ের পুর আজ থেকে শত শত দর্শনার্থী ও পূজারীদের ভিড় সমাগম হয়ে উঠবে।আসাম আগরতলা সড়ক থেকে দেবতা বাড়ি প্রাঙ্গন পর্যন্ত সর্বত্র বসবে ব্যবসায়ীগন । তাদের পসরা নিয়ে । ইতিমধ্যে অনেক ব্যবসায়ী পসরা সাজিয়ে বসে গেছেন।
মন্দির প্রাঙ্গণে এসে ভিড় করেছে দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী সন্তগন। মন্দির প্রাঙ্গণে তাদের জন্য পৃথক ভাবে বসা এবং থাকার ব্যবস্থা করে দেয়া হয়। মন্দির সহ পার্শ্ববর্তী এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে। পূণ্যার্থী দের কোন ধরনের অসুবিধা পড়তে না হয় । সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্দিরে পূণ্যার্থী গন আস্তে পারেন সেই জন্য দুই টি বিশেষ ট্রেন চলাচল করবে।আজ থেকে শুরু করে মেলা শেষ দিন পর্যন্ত চলবে ট্রেন গুলো। আগরতলা থেকে ধর্মনগর এবং সাব্রুম থেকে আগরতলা পর্যন্ত যাওয়া আসা করবে। পূনার্থীগন সহজে রাজ্যের বিভিন্ন স্থান থেকে খারচীতে আসা যাওয়া করতে পারেন। সেই জন্য প্রচুর যান বাহনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে চতুর্দশ দেবতা বাড়িতে চন্তাইসহ অন্যান্য পূজারীদের জন্য এ ডি সি প্রশাসন থেকে মাসিক সাম্মানিক ভাতা চালু করার কথা তিপ্রা মথা দলের সুপ্রিমো ঘোষণা করেছেন।