।হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।১০ জুলাই।
এখন পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে ৪৭ স্কুল পড়ুয়া মৃত্যু। স্কুল ছাত্র ছাত্রী আক্রান্ত সংখ্যা ৮২৮ জন। প্রতিবছরে আক্রান্ত হচ্ছে ১৫০০ অধিক। আজ স্বাস্থ্য দপ্তরের জনৈক মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।
তিনি আরো বলেছেন রাজ্যে এখন পর্যন্ত ২২০ স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে এইডস আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে।যার মধ্যে ২০০৭ থেকে এখন পর্যন্ত ৪৭ জন ছাত্রছাত্রী এইডস থাবায় অকালে মৃত্যু কোলে ঢলে পড়ে।
তিনি আরো বলেছেন ড্রাগের নেশায় আসক্ত হয়ে ছাত্রছাত্রী সহ যুব সমাজ সিরিজ ব্যবহার করে। এছাড়া নিজেদের মধ্যে যোগাযোগ বেড়ে যাওয়ায় ও এই রোগে আক্রান্ত হতে দেখা যায়।আজ নয় ৬/৭ বছর আগে থেকেই স্কুল পড়ুয়াদের এই প্রাদুর্ভাব দেখা যায়। যদিও আগরতলাস্থিত বিভিন্ন ছাত্রাবাস গুলোতে এইডস এ আক্রান্ত হবার সংবাদ নেই।
এইডসকে নিয়ন্ত্রণে আনতে ১৪ দপ্তর যৌথ ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে ১৫৪ কাউন্সিলিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন রোগীদের সচেতনতা করে তোলার কাজ অব্যাহত রয়েছে। জনসাধারণ কে সচেতন করে তোলার উপর প্রতিনিয়ত প্রচার কাজ করা হচ্ছে।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.