ড্রাগ : এইডস থাবায়স্কুল পড়ুয়ার অকালে মৃত্যু ৪৭

।হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।১০ জুলাই।
এখন পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে ৪৭ স্কুল পড়ুয়া মৃত্যু। স্কুল ছাত্র ছাত্রী আক্রান্ত সংখ্যা ৮২৮ জন। প্রতিবছরে আক্রান্ত হচ্ছে ১৫০০ অধিক। আজ স্বাস্থ্য দপ্তরের জনৈক মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।

তিনি আরো বলেছেন রাজ্যে এখন পর্যন্ত ২২০ স্কুলে ছাত্র-ছাত্রীদের মধ্যে এইডস আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে।যার মধ্যে ২০০৭ থেকে এখন পর্যন্ত ৪৭ জন ছাত্রছাত্রী এইডস থাবায় অকালে মৃত্যু কোলে ঢলে পড়ে।

তিনি আরো বলেছেন ড্রাগের নেশায় আসক্ত হয়ে ছাত্রছাত্রী সহ যুব সমাজ সিরিজ ব্যবহার করে। এছাড়া নিজেদের মধ্যে যোগাযোগ বেড়ে যাওয়ায় ও এই রোগে আক্রান্ত হতে দেখা যায়।আজ নয় ৬/৭ বছর আগে থেকেই স্কুল পড়ুয়াদের এই প্রাদুর্ভাব দেখা যায়। যদিও আগরতলাস্থিত বিভিন্ন ছাত্রাবাস গুলোতে এইডস এ আক্রান্ত হবার সংবাদ নেই।
এইডসকে নিয়ন্ত্রণে আনতে ১৪ দপ্তর যৌথ ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে ১৫৪ কাউন্সিলিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন রোগীদের সচেতনতা করে তোলার কাজ অব্যাহত রয়েছে। জনসাধারণ কে সচেতন করে তোলার উপর প্রতিনিয়ত প্রচার কাজ করা হচ্ছে।