।হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৩ জুন।
আগামী আগষ্ট মাসে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পাবার পর জুলাই মাসে নির্বাচন দিন ঘোষণা করা হবে। আগামী কাল পঞ্চায়েত নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।ঈতি মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী রাজ্যে পঞ্চায়েত স্তরে ১২ লাখ ৯৫ হাজার ৮৬ জন ভোটার রয়েছে।
এই বার মোট ৬০৬ টি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় ভোট গ্ৰহন করা হবে। আজ থেকে রাজ্যে মোট পঞ্চায়েত সংখ্যা ছিল ৫৮৭ টি। এই বার রাজ্য সরকার বেশ কিছু পঞ্চায়েত কে দ্বিখণ্ডিত করেছে।যার কারণে বেশ কিছু পঞ্চায়েত বৃদ্ধি পেয়েছে।
গ্ৰাম পঞ্চায়েত এলাকায় ২৬৫০ টি বুথ সেন্টার খোলা হবে। সেই লক্ষ্যে নির্বাচনে উদ্যোগ চলছে।
পঞ্চায়েত পর্যায়ে মোট ৬৩৭১ টি ওয়ার্ড থাকবে।৩৫ টি পঞ্চায়েত সমিতি রয়েছে। যার আসন সংখ্যা হবে ৪২৩ টি।আর ৮ জিলা পরিষদ জন্য ১১৬ টি আসন রাখা হয়ে।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.