চাকরি কেলেঙ্কারি পরিক্ষা আগামী ১৪ জুলাই

।হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৮ জুন।

ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ চাকরির কেলেঙ্কারি বাতিল পরীক্ষা আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। আজ এ ডি সি উপমুখ্যনির্বাহী আধিকারিক বুদীলিয়ানা রাঙ্খল একথা জানিয়েছেন।

তিনি আরো বলেন গত ৯ জুনের পরিক্ষা বাতিল করা হয়েছিল। সেই সময় এডমিট কার্ড দেয়া হয়েছে। সেই এডমিট কার্ড‌ই থাকবে। পরীক্ষার দিনে নির্দিষ্ট সময়ে মধ্যে সকল পরীক্ষার্থীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এই বারে পরীক্ষা প্রশ্ন পত্র ফাঁস না হতে পারে।তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
১১০ টি ডেপুটি প্রিন্সিপাল অফিসার এবং সাব জোন্যাল অফিসার শূন্য পদে নিয়োগ জন্য এই লিখিত পরীক্ষা আয়োজন করা হয়েছে। আবেদন কারীর সংখ্যা প্রায় ২৭ হাজার। দীর্ঘ প্রায় ২০ বছর পর এ ডি সি কতৃপক্ষ শূন্য পদ পূরণ করার উদ্যোগ নিয়েছে।তার মধ্যে এ ডি সি জন্ম থেকে ৪০ বছরের মধ্যে বড় ধরনের চাকরি কেলেঙ্কারি ঘটনা ঘটে যায়। কেলেঙ্কারি সাথে জড়িত সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে।
অপরদিকে নিয়োগ কমিটি চেয়ারম্যান কে সরিয়ে দেন এডিসি কতৃপক্ষ। এখন নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছেন।