। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা। ৭ জুন।
আজ দিল্লীতে এন ডি এ সংসদীয় হলে নবনির্বাচিত সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বি জে পি সংদিয় নেতা নির্বাচিত
হন নরেন্দ্র মোদী।এন ডি এ বৈঠকে সর্বসম্মত ভাবে
মোদী কে নির্বাচীত করেছেন।ফলে দেশের তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ক্ষেত্রে আর বাধা রইল না। আগামী রবিবার মধ্যে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নিতে পারেন।
আজকের সংসদীয় বৈঠকে টি ডি পি চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউ নীতিশ কুমার মোদীকে সমর্থন জানিয়েছে। এছাড়া অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।
এছাড়া আজকের বৈঠকে নীতিন গড়কড়িসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি জে পি সভাপতি জে পি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আজকের সংসদীয় বৈঠকে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং নবনির্বাচিত সংসদ সদস্যগন বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেবর্বমা উপস্থিত ছিলেন।