। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা। ২ জুন।
আগামী কাল অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গননা কাজ সকাল আটটায় শুরু হবে।গননা কাজ চূড়ান্ত পর্যায়ে। রাজ্য নির্বাচন কমিশন এই কাজ তদারকি করেছেন। আরক্ষা প্রশাসন থেকে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের ২ টি লোকসভা নির্বাচন কেন্দ্র এবং রামনগর বিধানসভা উপনির্বাচন ভোট গননা আগামী কাল ই হবে। এদিকে গত কাল দেশের সর্ব শেষ ভোট গ্রহণ করা হয়েছে। যদিও ত্রিপুরায় ভোট গ্রহণ করা হয় প্রথম দফায়।
রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে ২৩ মহকুমা মধ্যে ২০ টি মহকুমা সদরে ভোট গননা কাজ করা হবে। সেই জন্য মহকুমা এলাকায় ভোট কর্মী নিয়োগ করা হয়েছে । প্রতি টি ভোট গননা কেন্দ্রে ১০০ মিটার মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে।
২০ টি গননা কেন্দ্রে ৮ থেকে ১৪ টি ভোট গণনা টেবিল থাকবে। পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে মোট ভোট পড়েছে ৮১. ৪৮ শতাংশ। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ভোট পড়েছে ৮০..৩৬ শতাংশ।