ভোটের ফলের উপর নির্ভর করছে পঞ্চায়েত নির্বাচন গতিপ্রকৃতি

। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৫ মে।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন গতিপ্রকৃতি নির্ভর করছে
৪ জুন লোক সভা নির্বাচনে ফলাফল উপর। কেন্দ্রের ক্ষমতায় পুনরায় নরেন্দ্র মোদী তথা বি জে পি সরকার আসে। তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের জোট লড়াই ময়দানে টিকে থাকতে পারবে না বলে অভিজ্ঞ মহলের অভিমত।
অপরদিকে যদি ইন্ডিয়া জোট কেন্দ্রের ক্ষমতায় ফিরে আসে। তাহলে রাজ্য রাজনীতি ও তালমাতাল করতে থাকবে। সেই সময়ে ইন্ডিয়া জোট পঞ্চায়েত নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।তাতে সন্দেহ নেই। পঞ্চায়েত নির্বাচন যদি যেদল শক্তিশালী হয়ে বেশি পঞ্চায়েত দখল করতে পারবে।২০২৮ সালের বিধানসভা নির্বাচনে সেই দল রাজ্যের ক্ষমতায় ফিরে আসার সম্ভবনা বেশি।
সেই দিক থেকে বিবেচনা করে আগাম বলা যাচ্ছে না পঞ্চায়েত নির্বাচন গতি প্রকৃতি কোন দিকে।
লোকসভা নির্বাচনে ফলাফল উপর নির্ভর করছে সব।

অন্য দিকে
রাজ্যে এবার গ্ৰাম পঞ্চায়েত সংখ্যা বেড়ে ৬০৬ টি হচ্ছে।আগে ছিল ৫২৭ টি। আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৩৭৫ টি। পঞ্চায়েত সমিতি সংখ্যা হল ৩৫ টি।আসন সংখ্যা হবে ৪২৮ টি। জেলা পরিষদ সংখ্যা _৮ টি।আসন সংখ্যা হবে ১২৪ টি ।আর পঞ্চায়েত সমিতি,গ্ৰাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ মিলিয়ে আসন সংখ্যা হবে মোট ৬৯২৭ টি।
রাজ্যে ৫৮ ব্লকের মধ্যে মাত্র ৩৫ টি ব্লক এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে।নির্বাচন করার লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশন আগামী ৬ জুন ভোটার তালিকা প্রকাশ করবে। পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৬৫০ টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।সর্বত্র পঞ্চায়েত নির্বাচন কে সামনে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হলেও কর্মীগণ দোদল্যমনায় রয়েছে।