। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২১ মে।
কাঞ্চনপুর মহকুমা বিভিন্ন রাস্তায় কাপেটিং কাজে নিষিদ্ধ বিটুমিন ব্যবহার করা হচ্ছে। এই কারণে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।প্রশ্ন ওঠতে শুরু করেছে নিষিদ্ধ নিম্ন মানের বিটুমিন কি ভাবে রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। কাঞ্চনপুর ডিভিশন পূর্ত অফিসার জেনেশুনে এই কাজ করেছেন।
রাজ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নীল রঙের বিটুমিন ড্রামের তেল বাতিল করতে পূর্ত দপ্তরের চীফ ইঞ্জিনিয়ার কে নির্দেশ দেন।তখন মুখ্যমন্ত্রী নির্দেশ মত চীফ ইঞ্জিনিয়ার নীল ড্রামের তেল বাতিল বলে ঘোষণা দিয়েছেন। এই তেল ব্যবহার করার কিছু দিন পরে সরে যায়।তাতে করে রাস্তা ভেঙ্গে যেতে থাকে।
কাঞ্চনপুর ডিভিশন অন্তর্গত লালজুরি জয়শ্রী এলাকায় রাস্তায় নীল রঙের বিটুমিন ড্রামের তেল ব্যবহার করা হচ্ছে।২০১৮ সালের পরে পূর্ত দফতরের মাধ্যমে এই নিম্ন মানের তেল কেনা হয় বলে সংবাদ।
কাঞ্চনপুর মহকুমা জনগনের অভিযোগ রাজ্যে যে জিনিস চলে না। সেই সব জিনিস এই মহকুমাতে চলে যায়।কেউ কিছু বলার বা দেখার মত নেই।