। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।১০ মে।
লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী,মন্ত্রী, বিধায়ক সহ বি জে পি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ৪০ জন অধিক প্রচারে রয়েছে।রাজ্যের বিশাল সংখ্যক কোন রাজনৈতিক দলের নেতা এই বার প্রথম নির্বাচনী প্রচারে বাইরে রয়েছে।আগে কখনও রাজ্যের রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের নির্বাচনে বহিরাজ্যে প্রচারে গুরুত্ব দেয়া হয় নি।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভার সদস্য গন বহিরাজ্যে নির্বাচনে প্রচারে চলে যাওয়াতে প্রশাসনিক কাজকর্ম মুখ থুবড়ে পড়েছে।
নির্বাচনের আচরণবিধি বিধি বলবৎ রয়েছে।যে কারনে এখনও সরকারি কাজকর্ম সেই রকম হচ্ছে না। অপরদিকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী গন রাজ্যে না থাকায় কি রকম অফিস গুলোতে হতে পারে।তা সহজেই অনুমান করা যায়।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ পশ্চিম বঙ্গের উত্তর কলকাতা কেন্দ্রের বি জে পি প্রার্থী তাপস রায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন।উনার সাথে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মিছিলে অংশ নেন। এই নিয়ে মুখ্যমন্ত্রী শ্রীসাহা চতুর্থ দফায় পশ্চিম বঙ্গের নির্বাচনে প্রচারে অংশ নিতে ছুটে যান।
আগামী কাল তিনি ঘোষটোডাঙ্গা মাঠে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া রাজ্যের মন্ত্রী রতন লা ল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী,প্রনজিত সিংহরায়, টিংকু রায়, সুধাংশু দাস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ জেলা,মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পশ্চিম বঙ্গের নির্বাচনে প্রচারে অংশ নিতে সেখানে রয়েছেন।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.