পূর্ব ত্রিপুরা আসনে ভোট শান্তি পূর্ণ: প্রথম ভোট বয়কট :৭৯%অধিক

।হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৬ এপ্রিল।

সমগ্ৰ দেশের সাথে রাজ্যেও দ্বিতীয় পর্বে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ভোট গ্রহণ করা হয়।
আজ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়।চলে বিকেল পাঁচটা পর্যন্ত। অনেক ভোট গ্রহণ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পর ও ভোট গ্রহণ করতে হয়। বিকেলে নির্দিষ্ট সময় পর্যন্ত মোট ভোট পড়েছে ৭৯.৭৫ শতাংশ।তা আরো বাড়তে পারে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হল ১৩ লক্ষ ৯৬ হাজার ৬৯০ জন। এই কেন্দ্রে অন্তর্গত রিয়াং শরনার্থীগন প্রায় দুই দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অপরদিকে পানীয় জল,রাস্তা এবং বৈদ্যুতিক সুবিধা পৌঁছে দেয়ার দাবিতে আজ প্রায় দেড় হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নি।ওরা ভোট বয়কট করেছে। তাদের দাবি ভোট পর্ব মিটে গেলে । তাদের সমস্যা সমাধানের উদ্যোগ কেউ গ্ৰহন করে না।২০০৭ সাল থেকে দাবি করে আসলেও তাদের কে কথা দিয়ে মন্ত্রী, বিধায়ক, জেলাশাসক কেউ কথা রাখেনি বলে অভিযোগ করেছেন।আজ ওদের ক্ষোভ গিয়ে পড়ল ভোট বয়কটের মাধ্যমে।গঙ্গানগর ব্লকের মালদা পাড়াসহ পাঁচ টি গ্ৰামের ১০৫৯ ভোট দাতা ভোট দেয় নি।এক‌ই অবস্থা অম্পিনগর বিধানসভা কেন্দ্রের একটি বুথ সেন্টার নাইতলাল পাড়া জে ডি স্কুলে।

ভোট গ্ৰহন পর্ব শেষ করে ভোট কর্মীগন ফিরে এসে ভোট ইং ভি এম স্টং রুমে জমা দিয়েছে।

এই দিকে রাজ্য নির্বাচন কমিশন থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে ভোট পর্ব শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হ‌ওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্য ইন্ডিয়া জোটের পক্ষে কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান নারায়ন কর এবং সি পি আই এম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন শাসকদলের সন্ত্রাসের কারণে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি। তারমধ্যে ও একাংশ ভোটার ভয়ভীতি কে উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দান করায় তাদের কে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন কমিশনের কাজ কর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে ভারতীয় জনতা পার্টি রাজ্য অফিসে আহুত সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন ভোট অবাধ শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।রাজ্যেএই প্রথম শান্তি পূর্ণ ভাবে ভোট সম্পন্ন হ‌ওয়ায় তিনি নির্বাচন কমিশন সহ রাজ্যের নির্বাচক মন্ডলী কে অভিনন্দন জানিয়েছেন। বিরোধী দলের অভিযোগ কে তিনি নস্যাৎ করে দিয়ে বলেন বিরোধী দল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই ধরনের মিথ্যা অভিযোগ করেছেন।

আজ পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি জোট প্রার্থী কৃতি সিং দেবর্বমা এবং ইন্ডিয়া জোটের বামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াং ছিলেন। এই কেন্দ্রে নয়জন প্রার্থী রয়েছে। মূল লড়াই হবে বি জে পি বনাম ইন্ডিয়া জোটের মধ্যে।
রাজ্যের দুই টি আসনের প্রার্থীদের ভাগ্য এখন বাক্স বন্দী। এই জন্য আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কে জয়ী হবেন সেই জন্য।