। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৪ এপ্রিল।
রাজ্যের বিভিন্ন সমতলের সাথে গ্ৰাম পাহাড়ে পানীয় জল এবং বিদ্যুতের বেহাল দশা। চলছে সর্বত্র হা হা কার। পানীয় জলের জন্য জনগন রাস্তা অবরোধে সামিল হচ্ছে। সেই সাথে অনেক এলাকায় ঘন্টা পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। কোথাও চলে বৈদ্যুতিক চপলতা। বিদ্যুৎ না থাকায় এই তীব্র তাপদাহে শিশু এবং বয়স্কদের চরম দুর্ভোগে পড়তে হয়।
গ্ৰাম পাহাড়ে পানীয় জলের উৎসে তীব্র তাপদাহে কারণে জল স্তর অনেক গভীরে চলে গেছে ।এখন জলের উৎসে থেকে আর জল উত্তোলন করা যাচ্ছেনা। পাহাড়ে নীচ দিয়ে বয়ে যাওয়া নদী নালা ছড়া জল শুকিয়ে গেছে। সেই সব দলের উৎস্য শুকিয়ে কাঠ। পাহাড়ে উপরে বসবাস কারি জনজাতি পরিবারগুলো জলের জন্য হা হা করছে।
সেই সব এলাকায় পানিয় জলের সমস্যা দূরীকরণে এখনও কোনো উদ্যোগ নেই।দাবি উঠেছে এখন পাহাড়ি এলাকায় গাড়ি দিয়ে জল পোঁছে দিতে হবে।
এছাড়া বিভিন্ন এলাকায় সরকারি ভাবে দেয়া জলের উৎসে গুলো অকেজু হয়ে পড়ে রয়েছে। সেই গুলো সাড়াই করা হয় নি।
হরঘর পানীয় জল এই প্রকল্প বাস্তবমুখী তা গ্ৰাম পাহাড়ে গেলে পর বোঝা যায়। অধিকাংশ এলাকায় জলের পাইয়ে টেপ লাগানো রয়েছে। সেই জলের টেপ দিয়ে কখনও জল পড়তে দেখেনি এলাকার জনগন। কিন্তু সরকারি কাগজ পত্রের মাধ্যমে দেখানো হচ্ছে এলাকায় বিশুদ্ধ পানিয় জল সরবরাহ করা হয়। নির্বাচনের মুখে অনেক জায়গায় জনগনের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে শাসকদলের নেতা মন্ত্রীদের। এই থেকে পরিস্কার পানীয় জল সরবরাহ ক্ষেত্রে গোড়ায় গলদ রয়েছে। এই গলদ আদৌ মিটবে কিনা তা আগামী দিনে বোঝা যাবে। নির্বাচনের পর্ব শেষ হবার পর।এখন সকলে সেই দিকে তাকিয়ে রয়েছেন।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.