তীব্র তাপদাহে থেকে বাঁচতেস্কুলে ছুটি: সর্বত্র সতর্কতা রাজ্যে

। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৪ এপ্রিল।

রাজ্যে আরও চারদিন তাপদাহ বাড়তে পারে বলে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এই সতর্কতা জারি করায় রাজ্য সরকার আজ থেকে রাজ্যের সরকারি বেসরকারি সব স্কুলে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।

আবহাওয়া অফিসের মতে রাজ্যে নর্মেলের চেয়ে ৩/৪ ডিগ্ৰী সেলসিয়াস তাপদাহ বেড়ে চলেছে। আগামী কিছু দিন আরো বেশি তাপমাত্রা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আজকে ও তাপমাত্রা গতকালের চেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে। জনগনকে আগাম সতর্কতা নেয়ার নির্দেশ জারি করা হয়েছে। সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে।শিশু এবং বয়স্কদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। তীব্র তাপদাহে ঘর থেকে বের হতে হয় ।তাহলে সাথে ছাতা নিয়ে বের হতে ।নয়তো মাথায় টুপি ব্যবহার করতে বলা হয়েছে।

অপরদিকে তীব্র তাপদাহে হাত থেকে নিজেকে রক্ষা করতে প্রচুর পরিমাণে জল, লেবুর পর্বতসহ ঠান্ডা জল খেতে হবে। বাড়ির পশুপাখিদের ঠান্ডা জায়গায় রাখতে হবে।এদেরকে ও গরমের হাত থেকে বাঁচতে জল পানের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে।