কাল বৈশাখীর শিলাবৃষ্টিতে ধান, সবজির ব্যাপক ক্ষতি : চাষীর মাথায় হাত

। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।
১৮ এপ্রিল।

কাল বৈশাখীর ঝড় শিলাবৃষ্টিতে বোর ধান এবং সব্জি ক্ষেতের ফসল ব্যাপক ক্ষতি হয়েছে। চাষীর মাথায় হাত।
প্রচন্ড তাপদাহে পর গতকাল রাতে ঝড় হাওয়া সহ শিলাবৃষ্টি রাজ্যের বিভিন্ন স্থানে হয়।ঝড় হাওয়া এবং শিলা বৃষ্টি কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন বোরো ধানের ফুল অনেক জমিতে বের হয়েছে। কোথাও ধান গাছের পেটের মধ্যে ফুল রয়েছে। এখনও বের হয় নি। সেই ধানের জন্য বৃষ্টি ভালো হবে।।শিলাবৃষ্টি এবং ঝড়ে বোরো ধানের ফুল ঝড়ে পড়ে গেছে।তাতে করে ধানের চোচা বা ভূষি সং খ্যা বেশি হবে।এই সময়ে যেসব ধান গাছের ফুল বের হয় নি।সেসব ধানের জন্য এই বৃষ্টি কাজে আসবে।

কালবৈশাখীর ঝড় এবং শিলা বৃষ্টিতে সিম ,উচতে,মূলা, মরিচ,ডাটা সহ বিভিন্ন সবজি খেতে ভীষণ ক্ষতি হয়েছে।শিলার আঘাতে বিভিন্ন সবজি দফা রফা। এই সব সব্জি বাজারে নিয়ে বিক্রি করার পর্যায়ে নাই। নীচুতলার জমিতে জল দাঁড়িয়ে আছে। সেই সব জমির সবজি গাছ শীঘ্রই জলে পচে যাবে। সাথে সবজি পচে নষ্ট হবে। এই সব কোন ভাবেই রক্ষা করা সম্ভব নয় বলে চাষীদের দাবি।যে সব চাষি ব্যাঙ্ক লোন নিয়ে সবজি চাষ করেছে। কালবৈশাখীর ঝড়ে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্ৰস্ত পড়েছে বিপাকে।ফসল ক্ষতি হ‌ওয়ায় ওরা ব্যাঙ্ক লোন পরিশোধ করতে পারবে না।এক বার ব্যাঙ্ক লোন পরিশোধ করতে না পারে।তাহলে ব্যাঙ্ক পুনরায় শোন দিতে রাজি হবে না। এই নিয়ে চাষীদের বাড়ছে দূশ্চিতা।