। হাবেলী ডিজিটাল ডেস্ক।
১০ এপ্রিল। আগরতলা।
লোকসভা নির্বাচনে শেষ লগ্নে নির্বাচনে ঝড় তুলতে আগামী ১৭ এপ্রিল একদিনের সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির মুখপাত্র সুব্রত চক্রবর্তী রাজ্য নির্বাচন অফিসে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।
তিনি আরো বলেছেন আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম পর্যায়ে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের প্রচার পর্ব শেষ হবে ১৭ এপ্রিল বিকেল চারটায়। সেই শেষ দিনে দুপুর একটায় আগরতলাস্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে ( আস্তাবল ) নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন।এই জনসমাবেশে ঐতিহাসিক রুপ দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে দলীয় কর্মীগন ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বলে তিনি জানিয়েছেন।
তিনি আরো বলেছেন আগামী ১৫ এপ্রিল উনকোটি জেলা কুমার ঘাটস্থিত পি ডবলিউ ডি ময়দানে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নির্বাচনে প্রচারে আসতে পারেন। আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা সং রক্ষিত আসনে ভোট গ্ৰহন করা হবে।
এছাড়া প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বি জে পি কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রচারে অংশ নেওয়ার জন্য আসছেন বলে শ্রীচক্রবর্তী জানিয়েছেন।।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.