। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা। ৭ এপ্রিল।
স্মার্ট সিটি আগরতলা। প্রচারের জোলুসে সর্বত্র ফানুস ওড়ানো হয়। বাস্তব ভিন্ন কথা বলে। স্মার্ট সিটি আগরতলায় বসবাসকারী জনগনের এমনি বক্তব্য।সব রাস্তায় লাইট ঝুলানো ছিল।আজো আছে। দিবালোকে এই অকেজু স্ট্রিট সাইটগুলো শোভাবর্ধন করছে। সাম্প্রতিক কালে বিভিন্ন এলাকার পুরানো বৈদ্যুতিক তার পরিবর্তন করে নতুন প্লাস্টিকের ক্যাবল মোড়ানো
তার খুঁটিতে ঝুলিয়ে দেয়া হয়েছে। সেই সময় থেকে প্রায় ৩ মাস যাবৎ ৮ নং ওয়ার্ড বিভিন্ন এলাকায়
ষ্ট্রিট লাইট অকেজু হয়ে পড়ে রয়েছে। ওয়ার্ড অফিসে বিভিন্ন এলাকার জনগন স্ট্রিট লাইট ঠিক করে দেওয়ার অভিযোগ জানিয়ে আসছে। কিন্তু নিগম কতৃপক্ষ এবং এলাকার মেয়র ইন কাউন্সিল চুপ। বেসরকারি ঠিকাদারকে লাইট সাড়াই করার দায়িত্ব দেয়া হয়েছে। জনগনের অভিযোগ জনৈক ঠিকাদার মেয়র ইন কাউন্সিল মতামত কে কোন মূল্য দিতে রাজি নয়। ঠিকাদার নিজের মর্জি যখন হয় তখন তিনি স্ট্রিট লাইট মেরামত করে দেন।।এখন লোকসভা নির্বাচনে প্রার্ক মুহূর্ত। নগরবাসীকে এই সময়ে ঝড় বৃষ্টিতে অন্ধকার মধ্যে পথ চলতে হবে।আর এর প্রভাব ভোটের বাক্সে পড়বে না কে বলতে পারবে ।
এই সময়ে স্মার্ট সিটি আগরতলা প্রধান বিধানসভা নির্বাচনে লড়াই ময়দানে রয়েছেন ।পুর নিগম এলাকার জরুরি পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। তাতে বাড়ছে জনমনে তীব্র ক্ষোভ