। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।৩ এপ্রিল।
পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ সকালে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড ব্যবস্থাপনায় ৬ নং বিধানসভা কেন্দ্রের বেসিক ট্রেনিং কলেজ ময়দান থেকে বাইক মিছিল বের হয়। মিছিল টি ৫ নং ওয়ার্ড বিভিন্ন পথ পরিক্রমা করেছে। বাইক মিছিল নেতৃত্বে ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। এছাড়া ছিলেন রাজ্য বিজেপি সহ-সভাপতি পাপিয়া দত্ত এবং ৫ নং ওয়ার্ড সদস্যা লতা দেবনাথ।
অন্য দিকে বাধার ঘাট বিধানসভা কেন্দ্রের হাফানিয়া থেকে ও বিপ্লব দেবের রোড শো বের হয়।রোড শোতে বিপ্লব দেব নিজে উপস্থিত ছিলেন।বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথে রোড শো মাধ্যমে শ্রীদেব জনসংযোগ রক্ষা করছেন। বাইক মিছিল এবং রোড শোতে জনগনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।যুবক ,বৃদ্ধ আবাল সকলে রোগ শোতে অংশগ্রহণ করেছেন।