জুলাই এ পঞ্চায়েত নির্বাচন: চলছে প্রস্তুতি

। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা। ৩ এপ্রিল।

আগামী জুলাই এ পঞ্চায়েত পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে।তাই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। সেই লক্ষ্যে রাজ্য প্রশাসনিক পর্যায়ে নির্বাচন করার লক্ষ্যে কাজ চলছে। লোকসভা নির্বাচনে পর্ব শেষ হবার সাথে সাথে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের কাজ করতে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিষদ এলাকা সীমানা পূর্ণনির্ধারণ এবং ভোটার তালিকা তৈরি কাজ চলছে। পঞ্চায়েত দপ্তর সূত্রে এই সংবাদ জানা গেছে।

রাজ্যে বি জে পি সরকার ক্ষমতায় আসার পর ২০১৯ সালে ২৭ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত অনুষ্ঠিত হয়।তাই জুলাই এ পঞ্চায়েত নির্বাচন মেয়াদ শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে দপ্তর প্রস্তুতি নিয়ে রাখছে।রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন করে থাকে।ই ভি এম পরিবর্তে ব্যালেট পেপার মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।এত বিপুল সংখ্যক ই ভি এম সংগ্ৰহ কষ্ট কর।

রাজ্যে এই সময়ে মোট গ্ৰাম পঞ্চায়েত রয়েছে ৫৮৯। পঞ্চায়েত আসন সংখ্যা ৬১১১ টি।
পঞ্চায়েত সমিতি – ৩৫ টি ।আসন সংখ্যা ৪১৯ টি। এবং জিলা পরিষদ ৮ টি। এর আসন সংখ্যা হল ১১৬ টি।