। হাবেলী ডিজিটাল ডেস্ক।
১ লা এপ্রিল। আগরতলা।
লোকসভা নির্বাচনে পর রাজ্য থেকে বন্দে ভারত রেল পরিষেবা চালু হতে যাচ্ছে বলে সংবাদ।
আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত অত্যাধুনিক বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলের রেল পর্যদ কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে সাব্রুম পর্যন্ত বৈদ্যুতিক তার খুঁটিতে ঝুলিয়ে দেয়া কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কুমারঘাট পর্যন্ত বৈদ্যুতিক রেল ইঞ্জিন পরিক্ষামূলক ভাবে চালানো হয়েছে।পরিক্ষামূলক কাজ সফল ভাবে শেষ হয়েছে রেল বিভাগীয় সূত্র থেকে জানা গেছে।
এদিকে রাজ্যে রেল পরিষেবা উন্নত হয়েছে বর্তমান মোদি নেতৃত্বাধীন সরকারের সময়ে।মিটার গেজ থেকে ব্রড গেজ লাইনে উন্নত করার পর আগরতলা সাথে দ্রুতগামি ট্রেন পরিষেবা আরম্ভ হয়।মোদি সরকার ক্ষমতায় আসার আগে ত্রিপুরার মিটার গেজ রেল লাইন আগরতলা পর্যন্ত পৌঁছে নি ৭০ বছরে।