। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৫ মার্চ।
রামনগর বিধানসভা উপনির্বাচন লোকসভা নির্বাচনে সাথে। এই কেন্দ্রে শাসকদল বি জে পি দীপক মজুমদার কে উপনির্বাচনে প্রার্থী করেছেন। তিনি আগরতলা পুর নিগমের মেয়র।
অন্য দিকে ইন্ডিয়া জোটের প্রার্থী তথা বামফ্রন্ট প্রাক্তন বিধায়ক রতন দাস।
গত বিধানসভা নির্বাচনে প্রয়াত সুরজিৎ দত্ত নির্দল প্রার্থী আইনজীবী পুরোষত্তম রায় বর্মনকে পরাজিত করে বি জে পি টিকেটে জয়ী হন। সেই সময় বামফ্রন্ট পুরোষত্তমবাবুকে সমর্থন করেছিল। এলাকার জনগণের দাবি ছিল এই বার কেন বামফ্রন্ট পুরোষত্তমবাবুকে সমর্থন না করে রতন দাসকে উপনির্বাচনে প্রার্থী করেছেন।শ্রীরায়বর্মন প্রার্থী হলে বি জে পি বিক্ষুব্ধদের ভোট উনি পেয়ে নির্বাচিত হবার প্রবল সম্ভাবনা ছিল।
এখন রতন দাসকে প্রার্থী ঘোষণা করায় বিজেপি বিক্ষুব্ধ ভোট দলেই থেকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুরজিৎ দত্ত মৃত্যুতে আসনটি শূন্য হয়।দলের অন্যরা এই আসনে লড়বেন বলে উৎ পেতে ছিলেন। কিন্তু বি জে পি রাজ্য কমিটি প্রস্তাবে কেন্দ্রীয় কমিটি মেয়র দীপক মজুমদার কে রামনগরের প্রার্থী ঘোষণা করেছে। দীর্ঘদিন নেতা কর্মীদের অভিযোগ এক ব্যাক্তি কে সর্বত্রই সযোগ দেয়া হয়। সেই ক্ষেত্রে অন্যু নেতা কর্মী কি করবে।
বিশেষ করে রাজ্য কমিটি সহ-সভানেত্রী এবং যুব নেতাদের নির্বাচনে লড়াই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.