। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।১৯ মার্চ।
সমগ্ৰ দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও লোকসভা নির্বাচনে দিনক্ষণ দেশের নির্বাচন কমিশন ১৬ মার্চ বিকেলে ঘোষণা করেছেন। দেশের ৫৪৩ টি আসনে মোট ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। আগামী গননা করা হবে ৪ জুন’ ২৪ সাল ।
ত্রিপুরাতে ১- পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে ১৯ এপ্রিল এবং ২নং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ২৬ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। ভোট গননা হবে ৪ জুন।
এদিকে একই সাথে ৭ রামনগর বিধানসভা আসনে আগামী ১৯ এপ্রিল ২০২৪ সালে বিধানসভা উপনির্বাচনে দিন ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত মৃত্যুতে আসনটি শূন্য হয়। তিনি ছিলেন বি জে পি বিধায়ক। বামফ্রন্টের প্রার্থী হলেন প্রাক্তন বিধায়ক রতন দাস।
১ নং পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে প্রার্থী রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব। তিনি বিজেপির প্রার্থী।
অপরদিকে২নং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রার্থী কৃতি সিং দেবর্বমা। তিনি হলেন তিপ্রা মথা দলের সমর্থিত প্রার্থী।
অন্য দিকে ইন্ডিয়াজোটের মিলিজোলি ১নং পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা প্রার্থী ঘোষণা করা হয়েছে।
অপরদিকে ইন্ডিয়া জোটের ২ নং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বামফ্রন্টের প্রার্থী হলেন রাজেন্দ্র রিয়াং।