। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।১৩ মার্চ।
ভারতীয় জনতা পার্টি আজ দ্বিতীয় তালিকায় পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে কৃতি সিং দেবর্বমা নাম আজ ঘোষণা করেছে। মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেবর্বমা দিদি।কৃতি সিং দেবর্বমা বিশ্বনাথ প্রতাপ সিং পুত্র বধূ।এক সময়ে কৃতি এবং স্বামী পরিবারের সকলে জাতীয় কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন।
আজ কৃতি সিং দেবর্বমা মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর দেবর্বমন দিদি হবার সুবাদে বি জে পি প্রার্থী হতে পারেন। কিন্তু তিপ্রা মথা দলের কেউ লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারে নি।
বি জে পি মথাকে প্রস্তাব করেছিল স্থানীয় দলকে আসন ছেড়ে দিতে রাজি নয়।বি জে পি চিহ্নে মথা দলের প্রার্থী দাঁড় করাতে হবে। মথা দলের সুপ্রিমো দলের একাংশ নেতাদের সাথে আলোচনা করছিলেন।বি জে পি চিহ্নে লোকসভাতে প্রার্থী হতে। এদের অনেকেই নীতি আর্দশকে বির্সজন দিয়ে নির্বাচনে লড়াই করতে রাজি হননি বলে দলের বিশেষ সূত্রে জানা গেছে।কিন্তু যারা মথা হয়ে বি জে পি চিহ্নে প্রার্থী হতে উৎ পেতে ছিলেন।
মহারাজা প্রদ্যুৎ তাদের কে প্রার্থী করতে রাজি নয়।
যার কারণে বহি: রাজ্য থেকে এনে তিপ্রা মথা দলের প্রার্থী কে বি জে পি চিহ্নে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে কৃতি সিং দেবর্বমা কে প্রার্থী করতে বাধ্য হয়।
এখন দেখতে হবে বি জে পি এবং তিপ্রা মথা দলের কর্মী সমর্থক গন তাকে কতটুকু গ্ৰহন করেন।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.