। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।১১ ফেব্রুয়ারি।
খেলাধুলা মান উন্নয়নে রাজ্য সরকার বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে। সাথে এবার থেকে প্রথম ট্যালেন্ট সার্চ চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী
ডাক্তার মানিক সাহা উদয়পুর স্থিত নবনির্মিত গ্ৰ্যান্ড ষ্ট্যান্ডের দ্বারোদঘাটন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একথা বলেন।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনকল্যাণ মুখী দৃষ্টি ভঙ্গি তথ্য তুলে ধরেন।
মোদী দেশের সার্ভিক ঊন্নয়নে যে গ্যারেন্টি দিয়েছেন।তার দ্রুত বাস্তবায়ন হচ্ছে। মানুষের উন্নয়ন, পরিকাঠামো গত উন্নয়ন,মান উন্নয়নে, আর্থ-সামাজিক উন্নয়ন, নিরাপত্তা সম্পর্কিত বিষয়, সর্বস্তরের প্রধানমন্ত্রী নিশ্চয়তা প্রদান করেছেন।
মুখ্যমন্ত্রী শ্রীসাহা বলেছেন উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স গ্ৰাউন্ডে একটি গ্যালারী তৈরি করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন এই বার প্রথম ট্যালেন্ট সার্চ চালু করা হয়েছে। এই প্রকল্পে ৫২ জন মহিলা ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।তারা ব্যক্তিগত ইভেন্ট এ স্বর্ণ পদক পেয়েছে।রৌপ্য পদক যারা পেয়েছে তাদের কে ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জপদক যারা পেয়েছে তাদের কে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.