। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।৫ মার্চ।
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।দল প্রথম পর্যায়ে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
প্রথম তালিকায় বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা করা হয়েছে।শ্রীদেবকে প্রার্থী করার বিষয়ে রাজ্যে দলীয় পর্যায়ে কোন নাম শোনা যায় নি।
এদিকে বর্তমানে পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কে এবারের নির্বাচনে দল প্রার্থী করে নি। কেন দল প্রার্থী করে নি এই বিষয়ে এখনো কোনো সংবাদ পাওয়া যায় নি।
এদিকে বিপ্লব কুমার দেবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হবার পর আজ প্রথম রাজ্যে আসছেন সকালের বিমানে আগরতলাতে। বিমান বন্দরে স্বাগত জানাতে আজকে দলের যুব মোর্চার তরফ থেকে সুসজ্জিত মিছিলে আয়োজন করা হয়েছে।যুব মোর্চার বাইক এবং গাড়ীর মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য অফিসে নিয়ে যাবে। সেখান থেকে বেরিয়ে তিনি উদয়পুর স্থিত জামজুরিতে গ্ৰামের পৈতৃক বাড়িতে যাবেন। সেখান থেকে বেরিয়ে তিনি উদয়পুর স্থিত ত্রিপুরেশ্বরী মাতা বাড়িতে গিয়ে মায়ের দর্শন করবেন। তারপর সেখান থেকে আবার আগরতলায় ফিরে আসবেন।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.