। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।২৯ ফেব্রুয়ারি।
এখন জুমিয়াদের ট্যাক্স দিয়ে প্রাকৃতিক সামগ্ৰী জঙ্গল থেকে সংগ্ৰহ করে বাজারে বিক্রি করতে হয়। জঙ্গলে উৎপাদিত সামগ্ৰী সংগ্ৰহ করে বাজারে এনে বিক্রি করতে ট্র্যাক্স দিতে হয় নি।
ট্যাক্স প্রদান করতে দাবি করেন এম ডি সি হংসকুমার ত্রিপুরা।
শ্রীত্রিপুরা জানিয়েছেন জঙ্গলে প্রাকৃতিক ভাবে উৎপাদিত ফুল ঝাড়ু জুমিয়া পরিবারগুলো সংগ্ৰহ করে বাড়িতে নিয়ে আসে। সেই ফুল ঝাড়ু বাজারে এনে বিক্রি করে যাই আয় হয় । সেই দিয়ে পরিচালনা করেন। কিন্তু এখন প্রতি কেজি তবে ১৯ টাকা করে ট্যাক্স দিতে হয় ।জুমিয়া পরিবারগুলো কাছ থেকে ট্যাক্স সংগ্ৰহ বন্ধ করার দাবি জানিয়েছেন।