। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।১ মার্চ।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়। এই দিনে
উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমতুল মাদ্রাসা কলা ও ফাজিল কলা ও হবে।
দুপুর বারোটায় শুরু হবে। শেষ হবে বিকেল সোয়া তিনটায়। প্রথম ১৫ মিনিট প্রশ্ন পড়ার সুযোগ দেয়া হবে।মোট সময় সোয়া তিন ঘণ্টা।লিখিত পরীক্ষা ৮০ নম্বর এবং বাকি ২০ নম্বর স্কুলের আভ্যন্তরীণ মূল্যায়ন জন্য ধরা থাকবে।যে সব বিষয়ে হাতে কলমে পরীক্ষা রয়েছে। সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে। সঙ্গীত পরিক্ষা ৩০ নম্বর সেক্ষেত্রে সময় কমিয়ে দেয়া হয়েছে।
আগামী কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।
সেই দিন শুরু হবে সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা। উচ্চ মাধ্যমিক মতো সময় থাকবে।নম্বর ও একই থাকবে।
এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে ২৫ হাজার ৩৫২ জন। বিজ্ঞান বিভাগে ২ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী রয়েছে। বানিজ্য বিভাগে ৬১০ জন।
উচচ মাধ্যমিক মাদ্রাসা কলা ও ফাজিল থিওলজির পরীক্ষার্থী ২২ ও ৪৯ জন। মাধ্যমিক পরীক্ষায় বসবে ২৫ হাজার ৩৫২ জন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৬০ কেন্দ্রে এবং মাধ্যমিক ৬৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.