লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মাথার আমরণ অনশন শুরু ২৮ শে

। হাবেলী ডিজিটাল ডেস্ক।

আগরতলা। ২৫ ফেব্রুয়ারি।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংবিধানিক অধিকার আদায়ে লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার কে চাপে ফেলতে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসবে তিপ্রা মথা দল। দলের প্রাক্তন সুপ্রীমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমন একথা ঘোষণা করেছেন।

তিনি আরো বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্যের জনজাতিদের ঊন্নয়নে সাংবিধানিক অধিকার আদায়ে আজো কোন ধরনের সমাধান করতে আগ্রহী নয়।গত একবছরে কেন্দ্রীয় সরকারের সাথে মথার সুপ্রিমো সহ অন্যান্য জনজাতি নেতৃবৃন্দ সাথে আলোচনা করেছে। কিন্তু সমাধানের কোনো উদ্যোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে লক্ষ্যে এই আসাম আগরতলা জাতীয় সড়ক পাশে বড়মুড়াতে আমরণ অনশনে বসার কথা ঘোষণা করেছেন। উনার শারীরিক অবস্থা ভালো নয়।গরিব জনজাতিদের অধিকার আদায়ে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।আমরণ অনশন করতে গিয়ে কোন ধরনের দুর্ঘটনায় পড়েন তিনি এই জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দায়ী থাকবেন বলে উনি বলেছেন।