অনশনকে সফল করতে তিপ্রা মথার রাজ্য বৈঠক

। হাবেলী ডিজিটাল ডেস্ক।

আগরতলা।২৫ ফেব্রুয়ারি।

জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনের ঘোষণা করেছেন তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রীমো প্রদ্যুৎ বিক্রম কিশোর দেবর্বমন।

এই অনশন কে সফল করতে আজ জরুরি ভিত্তিতে সমস্ত স্তরের নেতৃবৃন্দদের বৈঠক ডাকা হয়েছে। এই কথা জানিয়েছেন তিপ্রা মথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল।

তিনি জানিয়েছেন এই বৈঠকে স্থানীয় কমিটি, ব্লক, মহকুমা, জেলা পর্যায়ের নেতাগন উপস্থিত থাকবেন। এছাড়া এম ডি সি, বিধায়কগন ও বৈঠকে উপস্থিত থাকবেন।

শ্রী রাঙ্খল জানিয়েছেন, দীর্ঘ একবছর যাবৎ তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রীমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমন কেন্দ্রীয় সরকারের সাথে জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে বিষয়ে আলোচনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে আশানুরূপ সাড়া দেয় নি।যার ফলে রাজ্যের জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে লক্ষ্যে এখন তিনি আমরণ অনশনে যাবার কথা ঘোষণা করেছেন।

সেই অনশন কে দল কিভাবে দেখবে সেই বিষয়ে সকলের মতামত গ্ৰহন করা হবে।