। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।22 ফেব্রুয়ারি।
ভারতীয় জনতা পার্টি কে লোকসভা নির্বাচনে আগে চাপে রাখতে মহারাজ মহাচাল দিয়ে কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ল।
আজ সন্ধ্যায় রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা অনিমেষ দেবর্বমা সরকারি বাসভবনে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায়বর্মণ এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে তিপরা মথা দলের সুপ্রীমো প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেবর্বমা ও উপস্থিত ছিলেন।
আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দল সি পি আই এমকে সাথে নিয়ে তিপরা মথা কে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন।
লোকসভা নির্বাচনে তিপরা মথা দল কি ভূমিকা গ্ৰহন করবে তা এখন ও পরিস্কার করে নি।
এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মণ বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন কংগ্রেসের সর্ব ভারতীয় কার্যকরী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। সেই বৈঠকে রাজ্য রাজনীতি শেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হবে। এখন দেখার প্রদ্যুৎ বাবু কোন দলের সাথে গা ভিরেন না এককভাবে লোকসভা নির্বাচনে লড়েন। সেই দিকে তাকিয়ে রয়েছেন