। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা। ১৬ ফেব্রুয়ারি।
ভারতীয় জনতা পার্টির দুই দিনের জাতীয় সন্মেলন দিল্লীতে ১৭-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজ্য মন্ত্রীসভার সদস্য, বিধায়ক, জেলা স্তরের নেতৃবৃন্দ জাতীয় সন্মেলন এ যোগদান করতে আজ সকলে রাজ্য ত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার ও গেছেন।
জাতীয় সন্মেলন এ বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ এবং যেসব রাজ্যে বি জে পি সরকার রয়েছে। সেই সব রাজ্যের মন্ত্রী গন ও উপস্থিত থাকবেন।
এই সন্মেলনে দলের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপস্থিত থাকবেন।
সেখানে আসন্ন লোকসভা নির্বাচনের নীতি নিরধারন করা হবে। সেই নীতি নির্দেশনা কে সামনে রেখে বি জে পি লোকসভা নির্বাচনে কাজে ঝাঁপিয়ে পড়বে। এই জাতীয় সন্মেলন থেকে লোকসভা নির্বাচনে ধামামা বাঝানো হবে বলে রাজ্য নেতৃবৃন্দের অভিমত।