। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি।
লিপি বির্তক কেন্দ্র করে আগামী কাল থেকে অনির্দিষ্টকালের সড়ক এবং রেল পথ অবরোধ ডাক দিয়েছে। জনজাতি ভিত্তিক তিপ্রা মথা দলের ছাত্র সংগঠন সহ বিভিন্ন ছাত্র সংগঠন গুলো। রাজ্যের ৩৬ টি থানা এলাকার ৫২ টি স্থানে
পথ অবরোধ করার ডাক দিয়েছে। রোমান হরফ চালু করার দাবিতে অনড় থাকায়
শাসক বি জে পি র জনজাতি মোর্চা এই অবরোধ কে অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছে। জনজাতি রাজ্য নেতা পরিমল দেবর্বমা বলেছেন বিষয়টি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাথে আলোচনা করে সমাধান করতে।
কিন্তু টি আই এস এফ কিছুতেই রোমান হরফে মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়া হবে না।তত সময় পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।
এই অবরোধের আওতামুক্ত থাকবে এম্বুল্যান্স,বিয়ের গাড়ী । এছাড়া অন্য কোন ধরনের যানবাহন চলাচল করতে দেয়া হবে না। আগামী কাল যাদের পরীক্ষা রয়েছে। সেই সব পরীক্ষার্থীদের কে চলাচলের সুযোগ দেয়া হবে।
এদিকে এই পথ অবরোধ কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবন্নত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিজ্ঞ মহলের অভিমত
লিপি বির্তকে উস্কে দিয়ে সকলেই লোকসভা নির্বাচনে আগে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তীরে দাঁড়িয়ে পরিস্থিতি প্রতি নজর রেখে চলেছে।