। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।৩ ফেব্রুয়ারি।
ছাত্র-ছাত্রীই নতুন কিছু আবিস্কার করবে। তাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার সবসময় পাশে থাকবে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গতকাল রাজ্যভিতিক ৫১ তম বাল বৈজ্ঞানিক প্রদর্শনী মহারাণী তুলসী বতি স্কুলে অনুষ্ঠানে উদ্ভোধন ভাষনে এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন ছাত্র-ছাত্রীদের ঊদ্ভাবনী শক্তির বিকাশে বিজ্ঞান প্রদর্শনী ভূমিকা গুরুত্বপূর্ণ।
কোন দেশে অগ্ৰগতি ও ঊন্নয়ন বিজ্ঞান চর্চা ও তার সঠিক ব্যবহার। এই বারের ভাবনা ছিল সমাজ কল্যানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি।
রাজ্যের বিভিন্ন জেলার ৪০ টি স্কুল এই প্রদর্শনীতে অংশ গ্ৰহন করেছে।
তিনি আরো বলেন আমাদের রাজ্যের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিভা অভাব নেই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীদের মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হওয়ার শিক্ষা দিতে হবে। দেশাত্মবোধের ভাবনা তাদের মধ্যে জাগ্ৰত করতে হবে। জনগনের কাজে আসে সেই সব কাজে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা দের ভূমিকা অধিক।
শিক্ষা ক্ষেত্রে ধাপে ধাপে পরিবর্তন করা হচ্ছে। গতানুগতিক শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।