। হাবেলী ডিজিটাল ডেস্ক।
আগরতলা।৩ ফেব্রুয়ারি।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা চলতি মাস থেকে শুরু হবে।
পরীক্ষার মুখে সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত চলতে থাকে উচ্চ স্বরে মাইক,ডি জে
বাজানো হয়।উচ্চ স্বরে মাইক বাজানো ফলে পড়ুয়াদের পড়াশোনা ভীষণ ক্ষতি হয়।
রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে হরিনাম সংকীর্ত্তন। এই বছর অন্যান্য বছরের তুলনায় হরিনাম সংকীর্ত্তন আসর সংখ্যা অনেক বেড়েছে।
এছাড়া বিকট শব্দে ডি জে বাজিয়ে গান আসর বসে। সেই সাথে যোগ হয় বিভিন্ন রাজনৈতিক দলের সভাসমিতি মিটিং মিছিল।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর বিকট শব্দে মাইক বাজানো বন্ধে বিষয়ে কোন ধরনের ঊদ্যোগ গ্ৰহন করতে দেখা যায় না।
মাঝে মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে নিজেদের দায়িত্ব শেষ করেন।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন স্কুল গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হবে। তারপর ১ মার্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তাদের এখন পড়ার সময়। প্রতিদিন বিকট শব্দ মাইক বাজানো হয় তাহলে ছাত্র-ছাত্রীগন পড়াশোনা করেন।তা দেখার মত কেউ নেই। প্রশাসনের তৎপরতা না থাকায় জনগনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।