। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১ ফেব্রুয়ারি।
পূর্ব ত্রিপুরা সং রক্ষিত আসনে
শাসকদল বি জে পি লোকসভা নির্বাচনে কাকে প্রার্থী করবে এই নিয়ে তিপ্রা মথা দলের নেতৃবৃন্দ চাপে রয়েছেন।
লোকসভা নির্বাচনে আগে মথার নেতৃবৃন্দ শাসকদলের সাথে সমঝোতা যেতে রাজি নয়। সমঝোতায় গেলে আগামী বিধানসভা নির্বাচনের আগেই মথা সাইন বোর্ড দলে পরিণত হবে। সেই আসংখ্যায় মথার সুপ্রিমো হাত মেলাতে রাজি নয় বলে সংবাদ। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে চলতে চায় মথা। তাহলে বিভিন্ন পর্যায়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাপ সৃষ্টি করে সুযোগ সুবিধা আদায় করতে পারবে।
যদিও শাসক দল মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মথাকে রাজ্য মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করতে। কিন্তু মথার সুপ্রিমো কিছু তেই নত হতে রাজি নয়।
অপরদিকে মথার ভেতরে একাংশ বি জে পি দিকে ঝুঁকে রয়েছে। কিন্তু দল ছেড়ে আসার পর স্বজাতি হুমকির ভয়ে এখনো পিছু হটতে বাধ্য হয়ে আছে।
এই অবস্থায় বি জে পি সাথে মথা সুপ্রীমো মধ্যে গোপন আঁতাত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। গোপন আঁতাত হলে তাহলে বি জে পি রেবতী কে এই বার এই আসনে প্রার্থী করবে না।পরিবর্তে যীষ্ণু দেবর্বমা কে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে।যীষ্ণু দেবর্বমা নির্বাচনে জয়ী হলে উনাকে কেন্দ্রী মন্ত্রী করা হতে পারে।না হলেও ঊনাকে অন্যত্র ভালো দায়িত্ব দিতে পারে বি জে পি।
যদি রেবতী দেবর্বমা কে এই আসনে পুনরায় প্রার্থী করা হয়। তাহলে উভয়ের মধ্যে নির্বাচনী লড়াই তীব্র হবে।
কিন্তু পাহাড়ে এখনও বি জে পি সংগঠন মজবুত হয় নি।
তার মধ্যে রয়েছে গনমুক্তি পরিষদ এবং জনজাতিদের একাংশ কংগ্রেস সমর্থক। এই কারণে বি জে পি মথাকে কাছে পেতে মরিয়া হয়ে রয়েছে।
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২৫ জুলাই।গন্ডা ছড়ার হিংসাত্মক ঘটনা আসল রহস্য উদঘাটন করতে শেষ পর্যন্ত রাজ্য…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।২৩ জুলাই।ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও রাইটার্স ওয়াল্ড পশ্চিম বঙ্গ যৌথ উদ্যোগে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।১৪ জুলাই। আজ ত্রিপুরা পাবলির্শাস গিল্ড দ্বিবার্ষিক সাধারণ সভা ত্রিপুরা দরপন কার্যালয়ে…
। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১৪ জুলাই।আজ থেকে সাতদিন ব্যাপী চতুর্দশ দেবতা বাড়িতে খারচি উৎসব ও…
। হাবেলী ডিজিটাল ডেস্ক।১৩ জুলাই। আগরতলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করেরাজনগরে এক ব্যাক্তি খুন…
পঞ্চায়েত য়েত নির্বাচন ঘোষণা সাথে সাথে শাসক দল কে টেক্কা দিয়ে পশ্চিম জিলা পরিষদ সব…
This website uses cookies.