। হাবেলী ডিজিটাল ডেস্ক। আগরতলা।১ ফেব্রুয়ারি।
গত দুই দিন রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন। কখনো কখনো দু এক ফসলা বৃষ্টি পড়ছে। এই সময়ের বৃষ্টি বেশি হয়। তাহলে শীত কালীন সব্জি চাষীগন পড়বেন বড় বিপদে। এই দুশ্চিন্তা রয়েছেন চাষীগন।
এখন বেশী বৃষ্টি হয়। তাহলে আলু ক্ষেতে জল জমে আলু পচে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি কারণে সিম, টমেটো, অন্যান্য সব্জি নষ্ট হবে। ফুলকপি ও সিমে পোকা আক্রমণ দেখা দিবে।
মেঘাচ্ছন্ন আকাশ যখন পরিস্কার হবে। তখন কুয়াশা বাড়বে। অতিরিক্ত কুয়াশার কারণে আলু গাছে ধষা রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এই বছর এই নিয়ে তিন বার শীতকালীন ফসল বৃষ্টির কবলে পড়ে। বারবার বৃষ্টি কবলে পড়ে চাষীগন চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সরকারি সাহায্য ছাড়া ক্ষতিগ্রস্ত থেকে চাষীদের রক্ষা করা সম্ভব নয়। সরকার কি করেন সেই দিকে তাকিয়ে রয়েছেন চাষীগন।