রাজ্যপালের হস্তক্ষেপে বাড়বে না তো বিরোধ : উঠছে প্রশ্ন

। হাবেলী ডিজিটাল ডেস্ক।আগরতলা।২১ ডিসেম্বর। প্রথম কোন রাজ্যপাল তার সরকারের কাজের পর্যালোচনা করলেন রাজভবনে বসে। এই নিয়ে গুঞ্জন চলছে রাজ্যপালের হস্তক্ষেপ পেছনে রহস্য লুকিয়ে আছে। তিনি তো নিয়মতান্ত্রিক শাসক। প্রশাসনের কর্তা মুখ্যমন্ত্রী। উনার কাছ থেকে প্রশাসনের কাজ সম্পর্কে রাজ্যপাল বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিবেন।
বর্তমান রাজ্যপাল নিজে সরকারের বিভিন্ন দপ্তরে কাজকর্ম পর্যালোচনা করতে শুরু করেছেন।যা বিরল ঘটনা।
মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তরে কাজকর্ম পর্যালোচনা করেন। বিভিন্ন সরকারের সময়ে তাই হয়েছে।
নতুন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু দায়িত্ব নেন রাজ্যের।
তিনি রাজভবনে বসে রাজ্য সরকারের গ্ৰামোন্নয়ন দপ্তরের সচিব সন্দিপ রাঠোর , নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং,আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কে কাজ কর্ম পর্যালোচনা করেছেন।পর্যালোচনা শেষে তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন গ্ৰামীন এলাকায় গরীব মানুষদের চিহ্নিত করে উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর তাড়াতাড়ি শেষ করতে।যে সব এলাকায় আজো গ্ৰামীন সড়ক পৌঁছে নি। সেই সব এলাকায় গ্ৰামীন সড়ক কাজ শুরু করতে।
উল্লেখ্য একদিন আগে ত্রিপুরা
উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যভবনে রাজ্যপালের সাথে মিলিত হয়ে জনজাতিদের সমস্যা কথা তুলে ধরেছেন।